Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২১

বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রামে আজ (১৮ অক্টোবর, ২০২১ খ্রি. তারিখে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপিত হয়েছে।


প্রকাশন তারিখ : 2021-10-18

প্রেস বিজ্ঞপ্তি

চা বোর্ডে শেখ রাসেল দিবস উদযাপিত

চট্টগ্রাম, ১৮.১০.২০২১ খ্রি.: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রামে আজ (১৮ অক্টোবর, ২০২১ খ্রি. তারিখে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৯.৩০ টায় চা বোর্ড প্রধান কার্যালয়ের সম্মুখে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প্যস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে জুম প্লাটফরমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, ছয় দফা প্রণয়ন, ঊনসত্তরের গণআন্দোলন, মুক্তিযুদ্ধ এবং মহান স্বাধীনতা অর্জনের পর দেশগঠনের প্রচেষ্টা– এতোসব কর্মমুখর সময়ের মধ্যে শেখ রাসেলের জন্ম ও বেড়ে ওঠা। বাঙালি জাতির জন্মলগ্নের গুরুত্বপূর্ণ সময়গুলোজুড়ে ডানা মেলেছে তার শৈশব। বর্তমান প্রজন্মের শিশু কিশোরদেরকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে শিশু-কিশোরদের মাঝে শেখ রাসেলের স্মৃতি অম্লান থাকবে। একই সাথে আগামী দিনে বাংলাদেশকে পরিচালনাসহ নেতৃত্ব দানের ক্ষেত্রে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে তারা উন্নত বাংলাদেশ গড়ার শক্তিতে বলীয়ান হবে এটাই আজকের এ দিনে আমাদের সকলের প্রত্যাশা।

বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমীন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর পরিচালক ড. মোহাম্মদ আলী, প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক, উপ-পরিচালক (পরিকল্পনা) মুনির আহমদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় বোর্ডের সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ্রগহন করেন।